ব্র্যাকিথেরাপি মেশিন সমুহ

জরায়ুর মুখের ক্যান্সারের চিকিৎসায় অতি আবশ্যকীয় ব্র্যাকিথেরাপি মেশিন বাংলাদেশে প্রয়োজনের তুলনায় কম।

১। বাংলাদেশের রাজধানী ঢাকার একমাত্র সচল সরকারি ব্র্যাকিথেরাপি মেশিনটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থিত ।

২। ঢাকার বাইরে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে আরেকটি ব্র্যাকিথেরাপি মেশিন রয়েছে।

৩। বিএসএমএমইউ  এর ব্র্যাকিথেরাপি মেশিনটি দীর্ঘদিন ধরে অকার্যকর ।

৪। দেশের জাতীয় ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতালের ব্র্যাকিথেরাপি মেশিনটিও দীর্ঘদিন ধরে অকার্যকর ।

৫। বেসরকারি ভাবে ঢাকায় পাঁচটি প্রতিষ্ঠানে ও ঢাকার বাইরে তিনটি প্রতিষ্ঠানে  ব্র্যাকিথেরাপি মেশিন রয়েছে।

উল্লেখ্য,  দেশে বর্তমানে প্রায় এক লক্ষ জরায়ুর ক্যান্সারের রুগির ব্র্যাকিথেরাপি প্রয়োজন।