টেলিথেরাপি মেশিন সমুহ

যে সমস্ত মেশিন দিয়ে শরীরের বাহির থেকে চিকিৎসা দেওয়া হয় তাদেরকে টেলিথেরাপি মেশিন বলে । সাধারনত শরীরের বহিরাংশ থেকে ৮০ অথবা ১০০ সেন্টিমিটার দূর থেকে এই চিকিৎসা দেওয়া হয়। বাংলাদেশে দুই ধরনের টেলিথেরাপি মেশিন দিয়ে ক্যান্সারের চিকিৎসা করা হয় । তার মধ্যে একটি কোবাল্ট ৬০ মেশিন এবং অন্যটি লিনিয়ার এক্সিলারেটর।

এদের মধ্যে লিনিয়ার এক্সিলারেটর অপেক্ষাকৃত আধুনিক এবং অধিক কার্যকর ।